গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বিখ্যাত আম্পায়ার রুডি কার্টজেনের। তিনি দক্ষিণ আফ্রিকার মানুষ ছিলেন। জানা গিয়েছে মঙ্গলবার কেপটাউন থেকে গাড়িতেই বাড়ি ফিরছিলেন তিনি। রিভার্সডেল এলাকায় ঘটে এই দুর্ঘটনা। তাঁর সঙ্গে গাড়িতে আরও কয়েকজন ছিলেন। তার মধ্যে আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কেপটাউনে তাঁরা একটি গলফ টুর্নামেন্টে যোগ দিতে গিয়েছিলেন। রুডি ১৯৮১ সালে প্রথম তাঁর আম্পায়ারিং কেরিয়ার শুরু করেন। ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। তাঁর প্রয়ানে শোক ক্রিকেট বিশ্বে।