দীর্ঘ অসুস্থতার পর ২০ অক্টোবর, ২০২৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি। বার্ধক্যজনিত স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি গত পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ক্যারিয়ার জুড়ে অনেক হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে অসংখ্য মুখে হাসি ফোটানোর জন্য পরিচিত এই অভিনেতা নীরবে বিদায় নিলেন। তাঁর মৃত্যু এবং শেষকৃত্যের পর, তাঁর পরিবার একটি বিবৃতি প্রকাশ করে, যার পরে অনেক সেলিব্রিটি তাদের বিদায়ী বার্তা পোস্ট করেন। অক্ষয় কুমার এবং বোমান ইরানি-সহ বেশ কয়েকজন শিল্পী প্রয়াত অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। আসরানির সঙ্গেই শেষ হল হিন্দি সিনেমার জগতের একটি অধ্যায়ের।