চলচ্চিত্র প্রযোজক এবং গায়িকা পামেলা চোপড়া, যিনি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী ছিলেন, বৃহস্পতিবার মুম্বাইতে ৭৪ বছর বয়সে প্রয়াত হন। বৃহস্পতিবার সকালে পরিবারের তরফে এক বার্তায় এই খবর জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, “চোপড়া পরিবার আপনাকে জানাতে চায় যে পামেলা চোপড়া আজ সকালে প্রয়াত হয়েছেন। আজ সকাল ১১-টায় তাঁর দাহ সম্পন্ন হয়েছে।’’ পামেলা চোপড়ার প্রয়ানের পর তিনি চোপড়া পরিবারে রেখে গেলেন চলচ্চিত্র নির্মাতা পুত্র আদিত্য চোপড়া এবং অভিনেতা-পুত্র উদয় চোপড়াকে। তাঁর ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকার কারণে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি ছিলেন পামেলা চোপড়া।