প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় মানেই ‘পাণ্ডব গোয়েন্দা’। ৮২ বছর বয়সে সেই বিখ্যাত চরিত্রের স্রষ্টাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে তিনি বাঁচবেন তাঁর লেখার মধ্যে দিয়ে। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল ১১টা নাগাদ হাওড়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। জানা গিয়েছে গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ১৯৮১-তে তিনি তৈরি করেন ‘পাণ্ডব গোয়েন্দা’ চরিত্রটি। এছাড়া তাঁর বিখ্যাত কিছু বইয়ের মধ্যে রয়েছে ‘চতুর্থ তদন্ত’, ‘পুণ্যতীর্থ ভ্রমণ’-সহ আরও অনেক লেখা।