পয়গম্বর মন্তব্য নিয়ে বিতর্কের রেশ হাওড়া থেকে এসে পড়ল উত্তর ২৪ পরগনাতেও। প্রশাসনের তরফে গত কয়েকদিনে বার বার অনুরোধ করা হয়েছে, অযথা আন্দোলনে গা না ভাসাতে। কিন্তু কে শোনো কার কথা। এতদিন জ্বলছিল হাওড়া যা জেরে প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে সাধারণ মানুষের। তার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায় বারাসতে। সোমবার সপ্তাহের শুরু দিনই ট্রেন অবরোধের জেড়ে ভুগতে হল সাধারণ মানুষকে। বারাসতের কাজিপাড়ায় কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন বিক্ষোভকারী। যার ফেল সকালে ব্যহত হয় শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। আধঘণ্টা পর পুলিশ গিয়ে সেই অবরোধ তোলে।