দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাও আবার বাংলা নববর্ষের দিনে। সেদিন কাতারে কাতারে ভক্ত যান দক্ষিণেশ্বরে পুজো দিতে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এলে গোটা দক্ষিণেশ্বর যে ঢেকে ফেলা হবে নিরাপত্তার বেষ্টনীতে তা নিয়ে কোনও সংশয় নেই। সেই অবস্থায় সাধারণ মানুষ কতটা সেদিন সেখানে পৌঁছতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি ভালভাসে নিচ্ছে না রাজ্যসরকার। ১৪ এপ্রিল শিউড়িতে জনসভাও করবেন তিনি। আপাতত যা খবর সে সময় বাংলায় দু’দিনের সফর করবেন অমিত শাহ।