আবেশ খানের বলে তার আগেই ছক্কা, চার হাঁকিয়েছে পাকিস্তান। তার পরই আউট। উঁচু হয়ে ওঠা বলে ব্যাট চালিয়েছিলেন ফখর। তা গিয়ে জমা হয় উইকেটকিপার দীনেশ কার্তিকের হাতে। কিন্তু সেই বল যে ব্যাটে লেগেছে তা বুঝতেও পারেননি ভারতীয় প্লেয়াররা। আবেশ খান বা দীনেশ কার্তিকের কেউই আউটের জন্য আবেদন জানাননি। কিন্তু ফখর জামানকে দেখা যায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে। যা মুহূর্তে মন জিতে নিয়েছে ক্রিকেট ভক্তদের। অন্তত এদিনের জন্য জেন্টলম্যান্স গেমসের প্রকৃত উদাহরণ হয়ে উঠেছেন তিনি। যা বর্তমান ক্রিকেটে প্রায় দেখতেই পাওয়া যায় না। ফখরের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া।