বেশ কিছুদিন ধরে বাংলায় সব থেকে বড় স্বস্তি ছিল করোনায় কোনও মৃত্যুর খবর ছিল না। যখন রাজধানী শহরে হুহু করে বাড়ছে কোভিড সংক্রমণ তখন সুস্থই রয়েছে বাংলা। তবে রবিবার করোনায় ১ জনের মৃত্যুর খবর যেন অশনী সঙ্কেত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন। খানিক বেড়েছে পজিটিভিটি রেট। যা ০.৫০ শতাংশ। এদিন কোভিড মুক্তি ঘটেছে ২১ জনের। অ্যাকটিভ কেস রয়েছে ৩৯৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩৯১ জন। হাসপাতালে ভর্তি ৬ জন। যা স্বস্তি দিচ্ছে বাংলাকে। তবে দেশে বাড়ছে সংক্রমণ। সেকারণে সাবধানতা ছাড়লে হবে না। সামনে রয়েছে চতুর্থ ঢেউয়ের হাতছানি।