এক লাফে বেশ খানিকটা কমেছিল বাংলার কোভিড আক্রান্ত ও মৃত্যু। কিন্তু তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আবার ঊর্ধ্বমুখী সেই গ্ৰাফ। পর পর দু’দিন বাড়ল রাজ্যের কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও শীর্ষে সেই কলকাতা। সেখানে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১২৩ জন। এই দুই জেলাকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। এর পর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি। যদিও সেই সব জায়গায় সংক্রমণ ১০০-র নিচে।