বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বর্ধমান-হাওড়া লোকাল। সোমবার সকালে সকাল ১০.৫ মিনিটের বর্ধমান-হাওড়া লোকাল কারশেড থেকে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। একটি বগি লাইনচ্যুত হওয়ায় ও বগিটি ট্রেনে মাঝামাঝি জায়গায় থাকায় পুরো ট্রেনই কিছুটা হেলে পড়ে। সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছয় রেলের কর্মীরা। বন্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিন কিছুটা হলেও সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। তবে যাত্রী বোঝাই করে রওনা দেওয়ার পর এই ঘটনা না ঘটায় বড় কিছু ঘটেনি। কিন্তু কেন এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে রেলের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়েও।