পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ২৭ মার্চ তিনি পৌঁছবেন কলকাতায়। দু’দিনের এই সফরের প্রথমদিনই থাকবে তাঁকে ঘিরে বিপুল সম্বর্ধনার আয়োজন। রাজ্যপালের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দ্রৌপদী মুর্মুকে সম্মান জানানো হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য সরকারের উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। এছাড়া নেতাজির বাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বেলুরমঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সবার শেষে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান থেকে ফিরে যাবেন দিল্লি। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি।