বাবার কর্মী ছাটাইয়ের খেসারত দিতে হল ছেলেকে

ডাক্তার বাবা ছাঁটাই করেছিলেন এক কর্মীকে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনা। গত দু’দিন ধরে নিখোঁজ ছিল ডাক্তারের ৮ বছরের ছেলে। শেষ পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হল রবিবার। অভিযোগের ভিত্তিতে দু’জন ছাটাই হওয়া কর্মী নিজাম ও শাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপহরণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতেই এই ঘটনা ঘটায় তারা। নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাবা। খোঁজও শুরু হয়। এই দু’জন ডাক্তারের কমপাউন্ডার হিসেবে কাজ করত। দু’বছর আগে তাঁকে কাজ থেকে সরিয়ে দেন ডাক্তার। দু’জনেই স্বীকার করে নিয়েছে, বদলা নিতেই এই কাণ্ড ঘটিয়েছে তারা।