বাম-বিজেপি সংঘর্ষ ত্রিপুরায়

তৃণমূল যখন থেকে ত্রিপুরায় পা রেখেছে তখন থেকেই নানা কারণে অশান্তির আবহ সৃষ্টি হচ্ছে। বার বার তৃণমূলের নেতাদের বাধা দেওয়া, তাদের কর্মীদের আক্রমণ করা ইত্যাদি ইত্যাদি হয়েই চলেছে। এদিন আরও একধাপ এগিয়ে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল ত্রিপুরায় বাম ও বিজেপির সংঘর্ষে। বামদের দলীয় কার্যালয়, গাড়িতে আগুন দেওয়া হল। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও তারা তা অস্বীকার করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর টুইটে অশান্তির ছবিও তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে গাড়ি, ভাঙচুর করা হয়েছে কার্যালয়।