হাওড়ার শিবপুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ ১০ জন। বুধবার দুপুরে শালিমারের এই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে সেই আগুন। ভিতরে যাঁরা কাজ করছিলেন তাঁরা অনেকেই সেই সময় বেরতে পারেননি। আগুনে ঝলসে যান শ্রমিকরা। দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। চলছে আগুন নেভানোর কাজ। আহতদের কলকাতায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি ফেটে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বক্তব্য, তাঁরা বিস্ফোরণের শব্দ পেয়েছেন। তার পরই কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।