বিহারে নিজের বাড়ির বাইরে খুন বিজেপি নেতা

শুক্রবার রাতে পাটনায় তাঁর বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয় বিহারের একজন সুপরিচিত ব্যবসায়ী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা গোপাল খেমকাকে। জানা গিয়েছে, গান্ধী ময়দান থানা এলাকার ‘পানাচে’ হোটেলের কাছে ঘটনাটি ঘটে যখন মিস্টার খেমকা বাড়ি ফিরছিলেন। তিনি হোটেলের পাশেই অবস্থিত ‘টুইন টাওয়ার’ সোসাইটিতে থাকতেন। অভিযুক্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করেছে। “৪ জুলাই রাত ১১টার দিকে, আমরা গান্ধী ময়দান দক্ষিণ এলাকা থেকে খবর পাই যে ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করা হয়েছে। তথ্য পাওয়ার সাথে সাথেই পুলিশ হাসপাতাল এবং অপরাধস্থলে পৌঁছয়। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে,” সিটি এসপি সেন্ট্রাল, দীক্ষা জানিয়েছেন।