বিয়ে করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু আট জনের

শুক্রবার উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় বিয়ে বাড়ির একটি গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের আটজন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিয়ে করতে যাওয়ার সময় সেই এলাকার একটি কলেজের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে একটি বোলেরো এসইউভি গাড়িটি। আর তাতেই ২৪ বছর বয়সী বর-সহ একই পরিবারের আটজন সদস্যের মৃত্যু এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে জেভানাই গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকেরা জানিয়েছেন, ইন্টার কলেজের কাছে বোলেরোটি অতিরিক্ত গতিতে চলছিল। আর সেই গতিতেই গিয়ে কলেজের দেওয়ালে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে ১০ জন ছিলেন, পরিবারের সকলেই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই বর সুরজকে মৃত ঘোষণা করা হয়। দলটি সম্ভালের হর গোবিন্দপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী বুদাউন জেলার সির্তৌলে কনের গ্রামে যাচ্ছিল। ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে জীবিত উদ্ধার করা আরও তিনজন আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেঁচে যাওয়া দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের আলিগড়ের একটি চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়েছে।