বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক নেশাগ্রস্ত যুবকের হাতে নিগ্রিহিত এক নার্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই নার্স তাঁর কর্তব্য শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই স্থানীয় এক ব্যক্তি, যে পুরো মাতাল অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে এবং অসুধ চায়। সেই নার্স তা দিতে চাননি, তর্কাতর্কি শুরু হয়। হঠাৎ যুবকটি পাথর তুলে নার্সকে বারবার আঘাত করে, যার ফলে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে এবং হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের নাম রাজিব কাহার, একই এলাকার বাসিন্দা। আহত নার্সকে সঙ্গে সঙ্গে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর মাথায় ২২টি সেলাই পড়ে।