কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম ৪ জুন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ২০২৫ শিরোপা উদযাপনে পদপিষ্ট হওয়ার ‘নৈতিক দায়িত্ব স্বীকার করে’ পদত্যাগ করেছেন। আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আরসিবি ট্রফি জিতেছে কিন্তু উদযাপন কুচকাওয়াজে বিশৃঙ্খলার কারণে ১১ জন আরসিবি ভক্তের মৃত্যু হয় এবং প্রায় ৫০ জন আহত হওয়ার পর আনন্দ অনুষ্ঠান মর্মান্তিক পরিণতির সঙ্গে শেষ হয়। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং প্রধান নিখিল সোসালেও রয়েছেন। এই ঘটনার জেনে বদলি করা হয়েছে বেশ কয়েকজন শীর্ষ পুলিশ কর্তাকেও।