বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ পঞ্জাবের ভাটিন্ডার সেনা ছাউনিতে হঠাৎই গুলি চলার শব্দ শুনতে পাওয়া যায়। এখনও পর্যন্ত যা খবর তাতে এই গুলি চালানোর ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ সুপার গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছাউনিতে থাকা কোনও সেনা জওয়ানই গুলি চালিয়েছেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভাটিন্ডায় অতীতেও এমন ঘটনা ঘটেছে। সেবার এক সেনা জওয়ানই গুলি চালিয়েছিলেন। এবারও মনে করা হচ্ছে তেমনটাই হয়েছে। বাইরের কেউ এর সঙ্গে যুক্ত নয় বলেই প্রাথমিকবাবে ধারণা করা হচ্ছে।