ভাটিন্ডা সেনা ছাউনিতে আবার মৃত্যু

ভাটিন্ডার ঘটনা ক্রমশ জটিল হচ্ছে। বুধবার ভাটিন্ডা সেনা ছাউনিতে হটাৎই গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। তার পর চারজন সেনাকে সেখানে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে একই দিনে বিকেলে এই ভাটিন্ডা সেনা ছাউনিতেই নিজের বন্দুক দিয়েই আত্মঘাতি হন ২০ বছর বয়সী এক সেনা জওয়ান। যদিও দুটো ঘটনা ঘটেছে সেনা ছাউনির দুটো আলাদা অংশে। দুটো ঘটনার মধ্যে কোনও যোগ নেই বলেও জানানো হয়েছে সেনার তরফে। জানা গিয়েছে মঙ্গলবারই তিনি ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন। বুধবার বিকেল ৪.৩০ নাগাদ আত্মঘাতি হন। কিন্তু প্রথম ঘটনা নিয়ে জটিলতা এখনও কাটেনি।