ভারতীয় ফুটবল দলে শেষ মানোলো মার্কেজ যুগ

জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক অবনতির জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (AIFF)-কে। তার মধ্যেই কোচের বিদায়ও নিশ্চিত হয়ে গেল বুধবার। যদিও আগেই তিনি বিদায় নিয়েছিলেন, এদিন তা অফিসিয়াল হল। দুই তরফের সম্মতিতেই মানোলো মার্কেজের পদত্যাগ ঘোষণা করা হল। AIFF-এর নির্বাহী কমিটি এখানে তাদের বৈঠকে ৫৬ বছর বয়সী মার্কেজকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে, যদিও তাঁর চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি থাকা সত্ত্বেও তিনি এই দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। “এআইএফএফ এবং মানোলো উভয় পক্ষের কোনও আর্থিক ক্ষতি ছাড়াই পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই, তাঁকে ভারতের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হ। AIFF শীঘ্রই প্রধান কোচ পদের জন্য বিজ্ঞাপন দেবে,” AIFF-এর উপ-সচিব কে সত্যনারায়ণ পিটিআইকে জানিয়েছেন।