ভারতের বিরুদ্ধে নেই কেন উইলিয়ামসন

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলা হচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। তিনি বিশ্রাম নিয়েই টেস্ট সিরিজে খেলতে চান। ২৫ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট কানপুরে। সোমবারই টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসন না থাকায় টিম সাউদির হাতে উঠেছে অধিনায়কত্ব। ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ। বোর্ডের প্রেস রিলিজে বলা হয়েছে, ‘‘ব্ল্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামস‌ এই সপ্তাহে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন না টেস্ট সিরিজের প্রস্তুতিতে গুরুত্ব দিয়ে যা ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু হবে।’’