ভারতে কারখানা তৈরির উদ্যোগ আইফোনের

কর্নাটকের ৩০০ একর জায়গা জুড়ে হবে আইফোনের কারখানা। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই ও ইউনিয়ন মিনিস্টার রাজীব চন্দ্রশেখর। যার ফলে সেই কারখান কর্মসংস্থার হবে একলাখ মানুষের। এক ধাক্কায় ভারতে কর্মসংস্থান বাড়বে এক লাখ শুধুমাত্র একটি সংস্থার জন্য। যা বর্তমান প্রজন্মের কাছে আশার। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে যেভাবে মানুষ চাকরী হারিয়েছে তাতে এই তথ্য নতুন করে ভরসা দেবে। বেঙ্গালুরু শহরের বাইরে আইফোনের মূল প্রস্তুতকারক সংস্থা ফক্সকনকে জমি দেওয়া হয়েছে। যা আইফোনের সব থেকে কারখানাগুলোর মধ্যে একটি হতে চলেছে।