বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের কিশওয়ার জেলায় ঘটে এই দুর্ঘটনা। এদিন সেনাবাহিনীর অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’ উড়েছিল তিন জনকে নিয়ে। মাঝ পথেই তা ভেঙে পড়ে। এখনও পর্যন্ত নিশ্চিত খবর পাওয়া না গেলেও দু’জন গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। এই নিয়ে গত দু’মাসে এই ‘ধ্রুব’ কপ্টার তিনবার ভেঙে পড়ার মতো ঘটনা ঘটল।