মঙ্গলে বেলুরে রাষ্ট্রপতি

দু’দিনের সফরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবারই ছিল তাঁর একগুচ্ছ পরিকল্পনা। সেই সব সেরে রাতে বিশ্রাম নিয়েই মঙ্গলবার সকালে বেরিয়ে পরেন পরবর্তী পরিকল্পনার উদ্দেশে। প্রথমেই তিনি বেলুর মঠে যান। এদিন সকাল ন’টার আগেই তিনি বেলুরে পৌঁছে যান। সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায়। পুরো মঠ চত্তর ঘোরেন তিনি। মঠের তরফে তাঁকে বই, শাল, শাড়ি উপহার দেওয়া হয়েছে। এদিনই এক রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের ৮০ বছরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার পর তাঁর শান্তিনিকেতন উড়ে যাওয়ার কথা। সেখানে ইতিমধ্যেই জোড়াল করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।