মদন মিত্রকে শো কজ করল তৃণমূল

কামারহাটির বিধায়ক তিনি। বেফাঁস কথা বলার জন্য তিনি সব সময় আলোচনার কেন্দ্রেই থাকেন। এই সব কারণের জন্যই দলে গুরুত্ব কমেছে। এবার কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে বসলেন, যার জেরে তাঁকে শো কজ করল তাঁরই দল তৃণমূল। শো কজের চিঠিতে বলা হয়েছে, কসবার আইন কলেজে ছাত্রীর ধর্ষণের প্রেক্ষিতে তিনি যে মন্তব্য করেছেন, তা দলের ভাবমূর্তি খর্ব করেছে, যে কারণে তাঁকে তাঁর মন্তব্যের কারণ জানাতে বলা হয়েছে। তিন দিনের মধ্যে তাঁকে শো কজের জবাব দিতে হবে। মদন এই ধর্ষণ প্রসঙ্গে ঘুরিয়ে মেয়েটিকেই দায়ী করেছেন। তাঁর সেখানে একা যাওয়া উচিত হয়নি বলেই মনে করেন তিনি।