দুই বন্ধু মিলে মদ্যপান করেছিলেন। কিন্তু সমস্যা দেখা দেয় তার পরই। কে মেটাবে বিল? তা নিয়েই বচসা শুরু হয় দুই বন্ধুর মধ্যে। একজন ডেকে পাঠায় তার বাবাকে। এর পর বাবা, ছেলে মিলে বেধরক মারে বাপি অধিকারী নামে আর এক বন্ধুকে। তাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বেহালা শখেরবাজার এলাকায়। জানা গিয়েছে, সারারাত চার বন্ধু মিলে সেখানে মদ্যপান করে। এর পর তিন বন্ধু খুনের দায়ে ধৃত বন্ধুকে হেনস্তা করে। তখনই সে তার বাবাকে ডেকে পাঠায়। বাবা এসে তিন বন্ধুকেই মারতে শুরু করে। বাকি দু’জন কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পালালেও রেহাই পাননি বাপি। রাস্তায় ফেলে বেধরক মারা হয় তাঁকে। সেখানে জ্ঞ্যান হারান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বাবা ও ছেলেক গ্রেপ্তার করেছে পুলিশ।