বৃহস্পতিবার বিধায়ক মুকুল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারের নির্দেশ দেন। তার পরই করা হয় অস্ত্রোপচার। শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছেন তিনি আপাতত স্থিতিশীল রয়েছে। এর আগেও বার কয়েক হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে স্নায়ুর সমস্যার জন্য। মাথায় জল জমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছিল। তবে এবার আর সে সব ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। মুকুল রায়ের মাথায় ‘চিপ’ বসানো হয়েছে।