মুম্বই থেকে ব্যাঙ্ককগামী বিমানে মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত হন এক যাত্রী। জরুরী পরিস্থিতিতে মায়ানমারে অবতরণকরে ইন্ডিগোর বিমানটি। কিন্তু শেষরক্ষা হল না। তড়িঘড়ি তাঁকে বিমান থেকে নামিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার বিকেল চারটে নাগাদ মুম্বই থেকে উড়েছিল ইন্ডিগোর ৬ই-৫৭ বিমানটি। গন্তব্য ছিল ব্যাঙ্কক। বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করেন এক যাত্রী। বিমান সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্তও নেয়। তবে তাতে লাভ হল না। বাঁচানো গেল না যাত্রীকে। গত ১৩ মার্চও একইভাবে বিমানে একযাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটিকে করাচিতে অবতরণ করানো হয় কিন্তু সেই যাত্রীকেও বাঁচানো যায়নি।