মিছিলে আবার স্তব্ধ হল ধর্মতলা

ডিএ-র দাবিতে আবারও পথে নামল সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে হাওড়া ও শিয়ালদহ থেকে দুটো মিছিল রওনা দেয় ধর্মতলা শহিদ মিনারের দিকে। শুরুতে মিছিলের বহর খুব বেশি না থাকলেও মিছিল যত এগিয়েছে তা ততই বেড়েছে। বিভিন্ন রাস্তা থেকে মানুষ সেই মিছিলগুলোতে জুড়তে শুরু করে। দুপুর দুটো নাগাদ মিছিল দুটো ধর্মতলায় পৌঁছয়। যদিও এই মিছিল পূর্বপরিকল্পিতই ছিল তবুও বিপুল মানুষের সমাগমে ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় জানজটের সৃষ্টি হয়। এর পর আন্দোলকারীদের মঞ্চে একে একো যোগ দিতে থাকেন বিভিন্ন দলের নেতারা। ছিলেন বামেদের তরফে সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম। কংগ্রেসের হয়ে ছিলেন কৌস্তভ বাগচি।