মহিলা প্রিমিয়ার লিগের পারদ চড়ছে দ্রুত। সামনেই রয়েছে প্লেয়ার নিলাম। তার আগেই বাংলা তথা ভারতের প্রাক্তন বোলার ঝুলন গোস্বামীকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে ঝুলনকে দেখা যাবে দলের বোলিং কোচ ও মেন্টর হিসেবে। এদিন ঝুলনের মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার জানিয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও বিসিসিআই-এর সভাপতিত্ব করার পর আবার ফিরে এসেছেন আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসে। তিনি জানান, তাঁরাও ঝুলনকে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু অভিজ্ঞ বোলার ও ভারতীয় মহিলা দলের এক সময়ের বিশ্বস্ত মুখ বেছে নিয়েছেন মুম্বইকেই। ৪০ বছর বয়সে গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঝুলন। আন্তর্জাতিক ক্রিকেটে ঝুলনের ঝুলিতে রয়েছে মোট ৩৫৫টি উইকেট।