ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিন বাবার স্কুটিতে চেপেই পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল অর্জুন দাস। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকা দলছুট একটি দাতাল চলে আসে সামনে। আতঙ্কে স্কুটি থেকে ছিটকে পড়েন বাবা ও ছেলে দু’জনেই। সেই সময় বাবা উঠে পালাতে সক্ষম হলেও ছেলে পারেনি। হাতিটি অর্জুনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। তাতেই মৃত্যু হয় তার। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।