প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন শুক্রবার। তা নিয়ে এ বার প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঘটনাচক্রে এ দিন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। ইনস্টাগ্রামে ইন্দিরার একটি ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘শুভ জন্মদিন ম্যাডাম প্রাইম মিনিস্টার’। এর পরেই নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে প্রকাশ্যেই আপত্তি জানিয়ে কঙ্গনা লেখেন, ‘দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প।’ তবে কঙ্গনার এই পোস্ট নিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।