বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজা মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বাংলার ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। ৩৪টি প্রথমশ্রেনীর ম্যাচে ১৫২৬ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর ঝুলিতে রয়েছে ১৫৪ রানের অপরাজিত ইনিংস। এটিই তাঁর সেরা ব্যাটিং। এছাড়া রয়েছে চারটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি। খেলেছেন ভারতের স্কুল দলের হয়েও। ১৭ বছর বয়সে রঞ্জিট্রফিতে অভিষেক হয়েছিল তাঁর। প্রথমশ্রেনীর ক্রিকেটে যতদিন খেলেছেন সাফল্যের সঙ্গেই খেলেছেন। তিনি রেখে গেলেন স্ত্রী, কন্যা,জামাই ও নাতনিকে।