প্রতিদিনই বাড়ছে রাজ্যের কোভিড সংক্রমণ। তবে এদিন সামান্য কমল। যাতে স্বস্তির কোনও কারণ নেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। বেড়েছে মৃত্যু। এদিন কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। পজিটিভিটি রেট ২.৫২। কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৩২। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। তৃতীয় স্থানে থাকা হুগলিতে আক্রান্ত ৮২ জন। সব থেকে বেশি মৃত্যুও হয়েছে এই জেলাতেই। সেখানে ৭ জন কোভিড সংক্রমিতের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৫ জন। জানা গিয়েছে, হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন।