স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন মঙ্গলবারের অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৪৮ জন। সোমবার এই সংখ্যা ছিল ৩২০ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১,৩২৩ জন। মঙ্গলবার জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৪৬। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ২৩। রাজ্যের সব জেলায় দৈনিক আক্রান্ত ৫০-এর নীচে।