রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬৭০ জন। শনিবার জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮১ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। তালিকায় তার পর রয়েছে হাওড়া (৬০), দক্ষিণ ২৪ পরগনা (৪৪) এবং হুগলি (৪১)।