রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৮৭ জন। কলকাতায় আক্রান্ত ১৩৩। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে মহানগরী। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত ৯৫ জন। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত বুধবারে যা ছিল, তার আশপাশেই রয়েছে। অন্য দিকে, জলপাইগুড়িতে সংক্রমণ বেড়ে হল ৭৩।