রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। কলকাতায় আক্রান্ত ৭ হাজার ৬০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় ৪ হাজার ৩২৬। দক্ষিণ ২৪ পরগনাতেও সামান্য বেড়ে হল ১ হাজার ৪৩৫। তবে কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলিতে সামান্য কমে হল যথাক্রমে ১ হাজার ৩৬১ এবং ১ হাজার ১০৭।