নিউটাউনের রামকৃষ্ণ মিশনের রাঁধুনির আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠল রামকৃষ্ণ মিশনের মহারাজ হরিময় নন্দর বিরুদ্ধে। রাঁধুনির পরিবারের তরফে এই অভিযোগ আনা হয়। সেই ভিত্তিতেই শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মহারাজকে। অভিযোগ তিনি রাঁধুনি রোহিত হালদারের উপর অত্যাচার করতেন। তাঁকে মারধোর করতেন। শুক্রবার সকালে বন্ধ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় রোহিতের। সোনারপুরের বাসিন্দা ছিলেন রোহিত। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। শনিবার আদালতে তোলা হবে অভিযুক্তকে। তার বিরুদ্ধে অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রয়েছে। সেই নিরিখেই মামলা রুজু করা হয়েছে।