উচ্চাকাঙ্ক্ষী প্রভাবশালীদের মধ্যে রিল উন্মাদনা কীভাবে তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে তার আরেকটি উদাহরণ উঠে এল, প্রতিদিনই নতুন নতুন ঘটনার সাক্ষী থাকছে দেশ। ওড়িশার বৌদ্ধ জেলায় তিন নাবালককে পুলিশ আটক করেছে জীবনের ঝুঁকি নিয়ে রিল বানানোর জন্য। যেখানে দেখা যায়, তাদের মধ্যে একজন রেললাইনের উপর শুয়ে রয়েছে এবং একটি ট্রেনটি দ্রুত গতিতে তার উপর দিয়ে চলে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে পুরুনাপানি স্টেশনের ডালুপালির কাছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছেলে রেললাইনের উপর শুয়ে আছে। তার এক বন্ধু চলন্ত ট্রেনের ফাঁক দিয়ে সেটার ভিডিও করছে এবং অন্য একজন রীতমতো নির্দেশ দিচ্ছে। এবং ওই সময় সেই চত্তরে ভিড় জমিয়ে থাকা মানুষদের হাততালির শব্দও শোনা যাচ্ছে। ট্রেন চলে যাওয়ার পর লাইনে শুয়ে থাকা ছেলেটি উঠে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিতে শুরু করে এবং তার বন্ধুরা আনন্দে ফেটে পড়ে। ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়, যা উদ্বেগের কারণ। তার পরই পুলিশ এই তিনজনরে আটক করেছে।