সৌরভ গঙ্গোপাধ্যায় আবার নামবেন ২২ গজে। চলবে দাদার ব্যাট আর মহারাজকীয় অধিনায়কত্বও দেখা যাবে। এমনটাই জানিয়ে দিলেন স্বয়ং সৌরভ। লন্ডনে বসে তাই আর একটুও সময় নষ্ট না করে পৌঁছে গেলেন জিমে। যদি একটু মেদ জমে থাকে তাহলে তা ঝড়িয়ে ফেলতে হবে দ্রুত। আসলে মাঠে নামার প্রস্তুতি এখন তুঙ্গে। আর তাঁর নেতৃত্বেই দেখা যাবে সেই দলকে। সেখানে তাঁর নেতৃত্বে খেলবেন যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খান-সহ আরও অনেকে। যাঁদের সঙ্গে এক ডুবে যাওয়া ভারতীয় দলকে টেনে তুলে সাফল্যে শিখরে পৌঁছে দিয়েছিলেন। শিখিয়েছিলেন চোখে চোখ রেখে প্রতিপক্ষকে জবাব দেওয়া। সৌরভের দলের নাম ইন্ডিয়া মহারাজাস। তবে কোথায় হবে এই ম্যাচ এখনও নিশ্চিত নয়।