শিলিগুড়ির সাত মাইল এলাকায় মালবাহী গাড়ির সঙ্গে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। চার জনই ছিলেন যাত্রীবাহী গাড়িতে। গাড়িটি গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে, মাল বোঝাই গাড়িটি শিলিগুড়ি থেকে উল্টোদিকে যাচ্ছিল। তার গন্তব্য কোথায় ছিল তা এখনও জানা যায়নি। তবে সাত মাইলের ওখানে মুখোমুখি সংঘর্ষ হয় দুটো গাড়ির। দুটো গাড়িরই গতি অনেকটাই ছিল। প্রাথমিকভাবে ধাক্কায় দুমরে যায় গাড়ি দুটো। তার পর ছিটকে পড়ে পাশের জঙ্গলে। তাতেই গাড়ির চার যাত্রীরই মৃত্যু হয়। মনে করা হচ্ছে তাঁরা সকলেই সিকিমের বাসিন্দা। তাঁরা হলেন অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, সাগর তামাং ও বিনোদ রাই। গাড়ির চালক কোনও রকমে প্রানে বাঁচেন। কীভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।