নবান্নে থাকা মোবাইল টাওয়ারের শর্টসার্কিট থেকে মঙ্গলবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে নবান্নে। দুপুর ১২টা নাগাদ ১৪ তলায় এই আগুনের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বেশ কিছুটা সময় এই আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছন ডিজি, ফায়ার। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান পূর্ত দফতরের কর্তা ব্যক্তিরা। নবান্নের ১৩ তলাতে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবেএদিন পুজোর ছুটির জন্য গোটা নবান্নই বন্ধ ছিল।