সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল প্রচুর ট্রেন

সপ্তাহান্তে অফিসের ভিড় কম থাকলেও এই বৃষ্টির মরসুমে অনেকেই শনি ও রবিবারটা ঘোরার জন্য রাখেন। শহরতলী থেকে মানুষজন বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন জায়গায়। সে কখনও চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, বাবুঘাটের সন্ধারতি, মিউজিয়াম, তারামণ্ডল দেখতে। তাই লোকাল ট্রেন বন্ধ রাখার উপায় নেই। তবে কাজের জন্য মাঝে মাঝে বন্ধ রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে। জানা গিয়েছে শনি ও রবিবার শিয়ালদহ ও দমদম শাখায় বাতিল করা হয়েছে ২৭টি লোকাল ট্রেন। শিয়ালদহ ও দমদমের মাঝে রেল ব্রিজের গার্ডার বদলের জন্যই এই সিদ্ধান্ত। ২৮ জুন শনিবার রান ১০.১৫ থেকে শুরু হবে কাজ। ২৯ জুন রবিবার সকাল ৮টা পর্যন্ত কাজ চলার কথা। যেহেতু সময়টা ছুটির দিন আর রাত বেছে নেওয়া হয়েছে, সে কারণে বড় কোনও সমস্যার মুখে পড়তে হবে না যাত্রীদের। এই ১০ ঘণ্টা, শিয়লদহ থেকে বনগাঁ, হাসনাবাদ ও মেইন লাইনের ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন তো ঘটবেই। শনিবার বাতিল থাকবে ১৪টি ট্রেন আর রবিবার বাতিল ১৩টি ট্রেন।