সপ্তাহের শুরুর দিনই দীর্ঘ সময় মেট্রো বিভ্রাট কলকাতায়

মেট্রো বিভ্রাট চলছেই। এই নিয়ে পর পর দু’দিন। এর আগে মেট্রোর লাইনে জল জমার জন্য বন্ধ করা হয়েছিল মেট্রো রেল পরিষেবা। সপ্তাহের প্রথম কাজের দিন তা আরও ভয়াবহ আকাড় নিল। অফিসের সময় সেই লাইনে জল জমার জন্যই বন্ধ রাখতে হল মেট্রো পরিষেবা। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিন সকাল ন’টা নাগাদ চাঁদনিচক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে যাওয়ার ঘটনা ঘঠে। যাৱ ফলে মেট্রো টানা চলাচল করতে পারেনি। তবে ভাঙা পথে মেট্রো চালানো হয়। ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। জল সরিয়ে দু’ঘণ্টা পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়। ততক্ষণে বিভিন্ন স্টেশনে উপচে পড়েছে অফিসযাত্রীদের ভিড়। ২০ মিনিটের মধ্যে আবারও বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। সকাল ১১.২০ নাগাদ এক যাত্রী আচমকাই লাইনে ঝাঁপ দেন। কর্মব্যস্ত দিনে এমন কাণ্ডে রীতিমতো সমস্যায় পড়তে হয় যাত্রীদের।