মমতার সভায় অসুস্থ কিশোরীর চিকিৎসার ব্যবস্থা

দু’দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সভা চলাকালীনই একজন কিশোরী অসুস্থ হয়ে পড়েন। তা নজর এঁড়ায়নি মুখ্যমন্ত্রীর। ভাষণ থামিয়ে সঙ্গে সঙ্গে তাকে জল দেওয়ার কথা বলেন। কিন্তু তার পর আর সভা চালাননি তিনি। সেখানেই শেষ করে দেন। তিনি মঞ্চ থেকে বলেন, ‘‘একজন অসুস্থ হয়ে পড়েছেন তাই সভা শেষ করছি।’’কিশোরীকে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই নিয়ে আসা হয়। প্রবল স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দেন তিনি। তার গায়ে চাদরও জরিয়ে দেন। ডাক্তারের ব্যবস্থাও করতে বলেন দ্রুত। এহেন মুখ্যমন্ত্রীকে সামনে থেকে পেয়ে আপ্লুত আলিপুরদুয়ারবাসী।