সে এক ধুন্ধুমার কাণ্ড। টেট পরীক্ষার্থীদের বিক্ষোভে সরগরম হয়ে উঠল সল্টলেকের একাংশ। অভিযোগ, টেট পরীক্ষায় পাশ করার পর মেধাতালিকায় নাম ওঠার পরও জোটেনি চাকরি। বৃহস্পতিবার তারই প্রতিবাদে বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেন তাঁরা। কিন্তু গণ্ডোগোলের সূত্রপাত তার আগে। এক সঙ্গে মিলিত হয়ে এই স্মারকলিপি বিকাশ ভবনে জমা দেওয়ার পরিকল্পনায় বাধ সাধে পুলিশ। আগেই তাঁদের আটকে দেওয়া হয়। তা না মেনে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। গণ্ডোগোল আরওবড় আকাড় নেয় যখন তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়। নতুন করে শুরু হয় বিক্ষোভ। তা তুলতে গেলে ধস্তাধস্তিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।