এখনই সাবধান না হলে বড় বিপদ অপেক্ষা করে রয়েছে বাংলার জন্য। যা একটু একটু করে জানান দিচ্ছে কোভিড সংক্রমণের গ্রাফ। এখনও হাতে আরও তিন দিন। মরিয়া মানুষ ভুলেই গিয়েছে কোভিড এখনও পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। কিন্তু পুজোর মেজাজে নেই কোনও কোভিড বিধি। যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে গত কয়েকদিনে। এবার যদি একটু সাবধান হওয়া যায়। এদিন রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সোমবারের তুলনায় দুটোই বেড়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৮০ জন। উত্তর ২৪ পরগনায় ১২৬ জন। করোনাবিধি শিথিল হতেই ঊর্ধ্বমুখি কোভিড সংক্রমণ।