কোলুটোলা স্ট্রিটের যে প্লাস্টিকের গুদামে লেগেছিল সোমবার সকালে তা নিয়ন্ত্রণে আনতে কেটে গেল গোটা রাত। এতটাই ভয়াবহ ছিল সেই এলাকার পরিস্থিতি। তবে তাও বলা যাচ্ছে না পুরো আগুন নিভে গিয়েছে। তবে আর বড় আকাড় নেবে না বলেই জানানো হয়েছে দমকলের তরফে। তবে ধিকি ধিকি বিভিন্ন অংশে এখনও জ্বলছে আগুন। তা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে বলেই মনে করা হচ্ছে। এখনও কাজ করছে ১০টি ইঞ্জিন। আগুনের কারণে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মীও কাজ করতে গিয়ে আহত হয়েছেন। গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন স্বয়ং দমকল মন্ত্রীও। এখন বাড়িতে কুলিং প্রসেস চলছে। ছোট আগুন থাকলে তা নিভে যাবে। যা খবর বাড়িতে আগুন লেগে যাওয়ার পরও বাড়ির মালিক চাবী দেননি। তাই ভিতরে ঢুকতে পারেননি দমকলকর্মীরা।